হাইতিতে সংঘবদ্ধ চক্রের ধ্বংসাত্মক সহিংসতায় চলতি বছর তিন হাজার ৬৬১ জন নিহত হয়েছে। জাতিসংঘ শুক্রবার এ কথা জানিয়েছে।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতি নৈরাজ্যের মধ্যে নিমজ্জিত। অপরাধী চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
জাতিসংঘের মানবাধিকার দফতরের(ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সহিংসতায় প্রায় ছয়লাখ লোক বাস্তুচ্যুত এবং ২৯৫ নারী ও ৬৩ শিশুসহ আহত হয়েছে ১২৮০ জন। এই সময় ২৫ শিশুসহ অন্তত ৮৯৩ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ চক্র আটক করে রাখে। রাজনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সংঘবদ্ধ চক্রটি ক্ষমতা দখলের চেষ্টা করছে।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে কমপক্ষে ৩,৬৬১ জন নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, “এই সংঘবদ্ধ চক্রের হাতে আর কোনও নিরীহ লোককে প্রাণ হারাতে দেওয়া যায় না।”
এ প্রেক্ষিতে হাইতিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্যারিবিয়ান দ্বীপের লোকদের সুরক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে ওএইচসিএইচআর। সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/একেএ