শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ঘটনায় এবার নরেন্দ্র মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রে খলিস্তানপন্থি এ নেতাকে খুনের চেষ্টায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) জড়িত বলে জানিয়েছেন একটি মার্কিন আদালত। ওই র এজেন্টের নাম বিকাশ যাদব। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই বৃহস্পতিবার দাবি করেছে, বিকাশ আদতে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর সদস্য। বৃহস্পতিবার এই বিকাশ যাদবের বিরুদ্ধে ‘খুনের জন্য লোক ভাড়া করা এবং অর্থ পাচারের’ অভিযোগ এনেছে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয়। যাদবকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র এই প্রথম একজন ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি ভারত সরকারকে জড়ালো। ভারত সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের চলমান তদন্তে তারা সহযোগিতা করছে। যাদবের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র পান্নুন হত্যাচেষ্টা মামলায় নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কেও অভিযুক্ত করেছিল। গুপ্তাকে প্রাগের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। এখন তিনি যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি।
গুরপতবন্ত সিং পান্নুনের যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশের নাগরিকত্ব রয়েছে। গত বছর মার্কিন গোয়েন্দারা পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। ২০২৩ সালের নভেম্বর মাসে জো বাইডেন প্রশাসন দাবি করে, শিখ বিচ্ছিন্নতাবাদী এ নেতাকে হত্যার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। তাকে হত্যা চেষ্টার জন্য ওয়াশিংটন ভারতীয় এজেন্টদের অভিযুক্ত করে।