ছাত্র আন্দোলন ও সহিংস পরিস্থিতিতে ব্যবসাবাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা এরই মধ্যে নানা দাবি জানিয়েছেন। বিশেষ করে রপ্তানি খাতের উদ্যোক্তারা বেশি চাপে পড়েছেন। কাঁচামাল আমদানিনির্ভর অনেক শিল্পও অনিশ্চয়তায় পড়েছে। ব্যাংক খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ নিয়ে চাপে। ক্ষতি কাটিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবে বাণিজ্য? তিন ব্যবসায়ীর অভিমত নিয়ে প্রতিবেদন করেছেন রাশেদ হোসাইন