বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান বলেছেন, গত কয়েক মাস ধরেই ব্যবসার পরিস্থিতি খারাপ যাচ্ছে। এর মধ্যে এ আন্দোলন ব্যবসাকে আরও পিছিয়ে দিয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংকের সাহায্য এবং সুবিধা বাড়ানো প্রয়োজন। ব্যাংক যেন নমনীয়ভাবে আমাদের সুযোগ-সুবিধা দেয়। এ ছাড়া উৎপাদনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পাওয়া গেলে দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব। ফারুক হাসান বলেন, গ্যাস, বিদ্যুৎ নিয়ে এখনো আমরা অনেক ভুগছি। এ দুটি সেবা ঠিকমতো পাওয়া গেলে আমরা কিছুটা কাভার করতে পারব। আমাদের কাস্টমসকে আরও সিম্পল করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য সহজ হচ্ছে আর আমাদের এখানে জটিল হচ্ছে। ব্যাংক সুবিধা বাড়াতে হবে। তাহলে ঘুরে দাঁড়ানো সহজ হবে। তিনি বলেন, এ পরিস্থিতিতে অনেকের শিপমেন্ট আটকে গেছে। অনেকের আটকে যাচ্ছে। সময়মতো পৌঁছাতে পারেনি। গ্যাসের চাপ কম ও বিদ্যুতের কারণে আমাদের পোশাকশিল্পে ব্যাক লগ হয়েছে। তখন শিপমেন্টে দেরি হয়েছে। ফারুক হাসান বলেন, এ সময়ে যোগাযোগ বন্ধ হওয়াটা বেশি ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভার্চুয়ালি অনেক কাজ করা লাগে। বায়ারদের কাছে ইমেজ ব্র্যান্ডিং সংকটে পড়েছে। সেই জিনিসগুলো আমাদের খুব ক্ষতি করেছে।