সম্প্রতি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘কোডার্সট্রাস্ট’র বনানীর হেডঅফিসে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার কার্নিভাল’। শিক্ষার্থী ও এলামনাইদের জব প্লেসমেন্টের বিশেষ সুযোগ করে দেয়ার জন্যই ‘কোডার্সট্রাস্ট’র এই আয়োজন।
কোডার্সট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ওয়েব ডেভেলপমেন্ট, একাউন্টস ম্যানেজমেন্টস, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এস.ই.ও ও কন্টেন্ট রাইটিং সহ বিভিন্ন ক্যাটেগরিতে ৬০টির ও বেশি জব ওপেনিং নিয়ে উপস্থিত ছিল বিডিজবস, প্রিয় শপ, টেকনোসফট, হাউস অফ বুককিপার্স সহ প্রায় ২০টি কোম্পানি।
‘কোডার্সট্রাস্ট’র ১০০০ এর অধিক শিক্ষার্থী ও এলামনাই এর সমারোহে প্রাণবন্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ