কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বনানীর ব্যবসায়ী আরাফাতুর রহমান আপেলের দেওয়া ১০ লাখ টাকা ফেরত দিয়েছে বিএনপি। রবিবার দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাফাতুর বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির তহবিলে ১০ লাখ দিয়েছেন। আপনার সামাজিক সংশ্লিষ্টতা সম্পর্কে অজ্ঞাতবসত তা গ্রহণ করা হয়েছিল, যা ত্রাণ সংগ্রহের নীতিমালার পরিপন্থী। এই পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলে আপনার দেওয়া ১০ লাখ টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটি ফেরত দিচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত