রাজধানীর উত্তরার আজমপুরে আন্দোলনকারী শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। তবে বিএনএস সেন্টারের সামনের অংশ আন্দোলনকারীদের দখলে রয়েছে।
রবিবার দুপুর ১২ টার পর থেকে আজমপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকেই মাঠে রয়েছেন আন্দোলনকারীরা।
আজমপুর থেকে জসীমউদ্দিনের আগ পর্যন্ত বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। এদিকে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ছেন।
আজমপুর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন তাদের। তবে আওয়ামী লীগের পিছু হটলে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান শিক্ষার্থীরা।
এর আগে, সকালে ‘এক দফা এক দাবি’- স্লোগান দিয়ে সড়কে মিছিল নিয়ে বের হন উত্তরার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে তারা হাউস বিল্ডিং, আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন