চট্টগ্রাম নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক রাজুকে (৩২) এক যুগ পর গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যার পর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। রাজু পতেঙ্গা থানার খালপাড় এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজু দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।