ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংকগুলো থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন কোটিপতিরা। বিভিন্নজনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। সর্বশেষ তলব করা হয়েছে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানারও। এ ছাড়াও কয়েকটি ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। টাকা তোলার হিড়িক পড়লে অনেক ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে পারেনি। এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে কোটিপতিদের ব্যাংক আমানতেও। চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে ব্যক্তিপর্যায়ে কোটি টাকার বেশি জমা রাখা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ৬২০টি এবং আমানতের পরিমাণ কমেছে ৮ হাজার ৯২৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর প্রান্তিকে কোটি টাকা আমানত থাকা ব্যক্তিপর্যায়ের ব্যাংক হিসাবের সংখ্যা আগের প্রান্তিকের (জুন) চেয়ে ৬২০টি কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬১টিতে। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৩৮৫ কোটি টাকা। জুন প্রান্তিকে অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৮১টি। তখন আমানতের পরিমাণ ছিল ৯২ হাজার ৩০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর প্রান্তিকে সার্বিক ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে ১ হাজার ৬৫৭টি। আমানতের পরিমাণ কমেছে ২৬ হাজার ১৮৭ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, এ প্রান্তিক শেষে ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ১২৭টি, যা জুন প্রান্তিকে ছিল ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। যদিও মার্চের তুলনায় জুন প্রান্তিকে হিসাব সংখ্যা বেড়েছিল প্রায় ৩ হাজার। জুন প্রান্তিক শেষে সব ধরনের ব্যাংক হিসাব মিলিয়ে আমানতের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৫৯ কোটি টাকা। সেপ্টেম্বর প্রান্তিক শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৮৭২ কোটি টাকা। এ বিষয়ে বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক খাতে এক রকম অস্থিরতা কয়েক মাস ধরেই চলছে। ক্ষমতার পট পরিবর্তনে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যক্তিদের তথ্য নেওয়া শুরু করে। এতে অনেক ব্যক্তি আমানত সরিয়ে ফেলেন। এটাও একটা কারণ।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর