ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংকগুলো থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন কোটিপতিরা। বিভিন্নজনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। সর্বশেষ তলব করা হয়েছে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানারও। এ ছাড়াও কয়েকটি ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। টাকা তোলার হিড়িক পড়লে অনেক ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে পারেনি। এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে কোটিপতিদের ব্যাংক আমানতেও। চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে ব্যক্তিপর্যায়ে কোটি টাকার বেশি জমা রাখা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ৬২০টি এবং আমানতের পরিমাণ কমেছে ৮ হাজার ৯২৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর প্রান্তিকে কোটি টাকা আমানত থাকা ব্যক্তিপর্যায়ের ব্যাংক হিসাবের সংখ্যা আগের প্রান্তিকের (জুন) চেয়ে ৬২০টি কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬১টিতে। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৩৮৫ কোটি টাকা। জুন প্রান্তিকে অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৮১টি। তখন আমানতের পরিমাণ ছিল ৯২ হাজার ৩০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর প্রান্তিকে সার্বিক ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে ১ হাজার ৬৫৭টি। আমানতের পরিমাণ কমেছে ২৬ হাজার ১৮৭ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, এ প্রান্তিক শেষে ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ১২৭টি, যা জুন প্রান্তিকে ছিল ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। যদিও মার্চের তুলনায় জুন প্রান্তিকে হিসাব সংখ্যা বেড়েছিল প্রায় ৩ হাজার। জুন প্রান্তিক শেষে সব ধরনের ব্যাংক হিসাব মিলিয়ে আমানতের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৫৯ কোটি টাকা। সেপ্টেম্বর প্রান্তিক শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৮৭২ কোটি টাকা। এ বিষয়ে বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক খাতে এক রকম অস্থিরতা কয়েক মাস ধরেই চলছে। ক্ষমতার পট পরিবর্তনে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যক্তিদের তথ্য নেওয়া শুরু করে। এতে অনেক ব্যক্তি আমানত সরিয়ে ফেলেন। এটাও একটা কারণ।
শিরোনাম
- সিরাজ কেন দলে নেই, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত
- শীতে কাঁপছে পঞ্চগড়
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির একগুচ্ছ কর্মসূচি
- মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেফতার শুরু
- লা লিগায় ফিরে আবারও ছন্দ হারালো বার্সেলোনা
- তাপমাত্রা কমার আভাস
- ‘হেমলক সোসাইটি’র সিকুয়েলের নায়িকার খোঁজ মিলেছে
- সেই প্রত্যাবর্তন পর্ব রচিত হচ্ছে কোহলির
- গাজার ‘যুদ্ধবিরতি সাময়িক’ উল্লেখ করে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু
- ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ
- প্রথম ধাপে এক হাজার ৮৯০ এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
- গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর
- নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৭০
- ফর্টিসের সঙ্গে কিংসের ড্র
- কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র বিএনপি বলে কিছু নেই
- বিতর্কের মাধ্যমে বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে : ঢাবি উপাচার্য
- 'অনেক ত্যাগের মাধ্যমে আমরা ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি'
- জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড