নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই দেশের চলমান সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
দুদু বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসের কবে নির্বাচন এমন একটি তারিখ ঘোষণা করলেই দেশের চলমান সব সংকট কেটে যাবে।’
আওয়ামী লীগ নিজেই নিজেকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই হত্যাকারী শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগ ১০০ বছরেও ফিরতে পারবে না।’
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত থাকতে হবে।’
এখন একমাত্র নির্বাচনই সব সমস্যার সমাধান হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে।’
প্রশাসনসহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে অভিযোগ করে বিএনপির এই নেতা সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন