বরিশালে সিনেমা দেখে কৃষি ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের হল রুমে সিনেমা প্রদর্শন করা হয়।
সিনেমা থেকে থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- ৬ষ্ঠ সেমিস্টারের আহমেদ রিসান, ৪র্থ সেমিস্টারের সেতু সমাদ্দার, ৬ষ্ঠ সেমিস্টারের দোলা আক্তার, ২য় সেমিস্টারের নিথুন হাওলাদার, ৬ষ্ঠ সেমিস্টারের সাদিয়া আফরিন , ৬ষ্ঠ সেমিস্টারের সন্দীপন সমাদ্দার, ৬ষ্ঠ সেমিস্টারের সুমাইয়া আফরিন ও ৬ষ্ঠ সেমিস্টারের প্রদীপ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিআইর অধ্যক্ষ মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।
ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে বিশেষ অতিথি ছিলেন সিমিট বাংলাদেশের ফিল্ড অফিস ম্যানেজার হীরা লাল নাথ।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সিমিট বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী রামিশা রহমান আঁখি, মো. কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, 'কৃষি প্রযুক্তি সম্প্রসারণে চলচ্চিত্র প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এক্ষেত্রে শোনা এবং দেখা একই সাথে হয়। ফলে প্রযুক্তি সহজেই মনে রাখা যায়। শিখনীয় এই প্রক্রিয়াটি পরীক্ষিত। এর সঙ্গে কুইজ প্রতিযোগিতা এ প্রদর্শনকে আরো আকর্ষণীয় করে তোলে।'
বিডি প্রতিদিন/এমএস