চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে নগরের কোতোয়ালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাবেক চেয়ারম্যান জসিম খাগরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের ছেলে। তিনি খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাও থানার হত্যা ও বিষ্ফোরক মামলার এজহারভুক্ত আসামি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ