দেশের চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন সদ্য দায়িত্ব নেওয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সে সময় সরকারের ভবিষ্যৎ কর্মপন্থাও তুলে ধরা হবে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং ডাকলেন তিনি। নতুন সরকারের ভিশন ও মিশনও ব্রিফিংয়ে তুলে ধরা হবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ রবিবার বৈঠক করবেন উপদেষ্টা। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
এর আগে কোটাসংস্কার আন্দোলন ঘিরে বিগত শেখ হাসিনা সরকারের সময় বিদেশি কূটনীতিকদের দু-দফা ব্রিফিং করা হয়েছিল।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ