আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম চলবে সপ্তাহের তিন দিন যথাক্রমে রবিবার, সোমবার ও বুধবার। বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহে তিনদিন দুপুর সোয়া ২টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত