ঢাকাস্থ অস্ট্রেলিয়ার দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পবকে এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র একটি প্রতিনিধি দল।
অস্ট্রেলিয়ান দূতাবাসের আমন্ত্রণে বুধবার বিকালে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ক্লিন্টন পবকে এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী।
বিডি-প্রতিদিন/বাজিত