দীর্ঘ এক যুগ পর নিউইয়র্কে এসেছেন বিএনপি নেতা আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু।
বুধবার জেএফকে এয়ারপোর্টে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের শীর্ষ বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল, গিয়াসউদ্দিন প্রমুখ।
সপ্তাহখানেক তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন বলে জানিয়েছেন আব্দুল লতিফ সম্রাট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন