আসন্ন ১৬ ডিসেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৪’। আগামী শনিবার বাংসার সিটিতে অবস্থিত ‘কমপ্লেক্স সুকান’-এ অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই টুর্নামেন্ট।
এতে অংশ নেবেন স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, লিংকন ইউনিভার্সিটি ও মাহসা ইউনিভার্সিটির ফুটবল টিম। এ উপলক্ষে রবিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল মায়া বলরুমে আয়োজিত হলো জার্সি উন্মোচন অনুষ্ঠান। এতে বিয়ামের বিভিন্ন ইউনিট কমিটির টিম অধিনায়করা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি বিয়াম চ্যাপ্টার প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলাম, মাহসা ইউনিভার্সিটি বিয়াম চ্যাপ্টার কমিটির সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, সিটি ইউনিভার্সিটি বিয়াম স্পোর্টস সেক্রেটারি জাহিদুল ইসলাম, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি নিবিড়, সদস্য বাহাউদ্দীন, লিংকন বিয়াম সদস্য মোহন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল