জাঁকজমকপূর্ণ নানান আয়োজনের মধ্য দিয়ে গত ৮ ডিসেম্বর সম্পন্ন হয় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তেহাদ)-এর ‘বার্ষিক অনুষ্ঠান ২০২৪’। কায়রোর আব্বাসিয়ার বুর্জ তাদবিকিয়িন অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। ইত্তেহাদ কার্যকরী পরিষদ ২০২৩-২৪ ও উপদেষ্টা পরিষদ ২০২৩-২৪ এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয় ও আইনু শামস বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৭০০ শিক্ষার্থী।
ইত্তেহাদের সাধারণ সম্পাদক আল আমিন সরকার ও সাংস্কৃতিক সম্পাদক কাজী শামসুদ্দীনের যৌথ সঞ্চালনায় পবিত্র আল-কুরআনুল কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেহাদের সভাপতি শাহেদুল ইসলাম। পরবর্তীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, কামরুজ্জামান ও জহিরুল ইসলাম। অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাঝে শিক্ষার্থীদের পড়াশোনা কেন্দ্রিক বিভিন্ন দিকনির্দেশনা দেন ও মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী পর্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি থিসিস সম্পন্নকারী ক্যাটাগরিতে ৮ জন, গ্রাজুয়েশন সম্পন্নকারী ক্যাটাগরিতে ৪০ জন এবং টপ টেন, এক্সিলেন্ট ও ভেরি গুড ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাস্তরের ৬৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আরো পুরস্কৃত করা হয় ইত্তেহাদ আয়োজিত সিরতান্নুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হিফজুল হাদিসের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছয়জন বিজয়ীকে।
পুরো অনুষ্ঠানজুড়েই আরবি, বাংলা ও উর্দু ভাষায় পরিবেশিত হামদ, নাত ও ইসলামি সংগীতের সুরের মূর্ছনায় বরাবরের মতোই মুগ্ধতা ছড়াতে থাকেন ইত্তেহাদের সংগীত শিল্পীরা। উপস্থিত ইত্তেহাদের সদস্যদের সামনে ‘ইত্তেহাদ বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যায় প্রতিবেদন ২০২৩-২৪’ তুলে ধরেন সভাপতি শাহেদুল ইসলাম। সকলের উদ্দেশ্যে উপদেশ এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন ইত্তেহাদের প্রবীণ সদস্য কামরুজ্জামান। সর্বশেষ প্রধান উপদেষ্টা তাজদিদ বিন ওয়াদুদের সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ইত্তেহাদের পক্ষ থেকে পরিবেশন করা হয় গরুর গোশত দিয়ে তৈরি সুস্বাদু বাঙালি বিরিয়ানি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও ইন্তেজামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সহ-সভাপতি ফখরুল ইসলাম। এছাড়া, ইন্তেজাম ও শৃঙ্খলা রক্ষায় ইত্তেহাদ স্বেচ্ছাসেবক টিমের এক্টিভিটি ছিল প্রশংসনীয়।
বিডি প্রতিদিন/জুনাইদ