বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশান এর বার্ষিক সাধারণ সভা গত ৮ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কৃষিবিদ শামিম হাসান এবং গীতা পাঠ করেন কৃষিবিদ ড. রতন কুণ্ডু। কোষাধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ড. আছাদুজ্জামান সেলিম বিগত সময়ে গৃহীত বিভিন্ন কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।
BAUAAA Annual Sports & BAU Alumni Night এ বাকৃবি অ্যালামনাইরা পরিবারসহ অংশগ্রহণ করায় অংশগ্রহণকারী, আয়োজক, ভলান্টিয়ার ও কার্যকরী কমিতির সবাইকে ধন্যবাদ জানান। সামাজিক কার্যক্রমের ভিতরে Canberra Floriade Visit 2024 & Flood Appeal 2024 এ অংশগ্রহণকারী সবাইকেসহ, বাংলাদেশে ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংগঠন AGRI Students' Alliance Bangladesh কে বিশেষভাবে ধন্যবাদ জানান।
আলোচনা পর্বে সবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে ট্রেজারারের রিপোর্ট, সাধারণ সম্পাদকের রিপোর্ট গৃহীত হয়। শেষে সংগঠনের সভাপতি আব্দুল ওয়ারেছ বাবুল সংগঠনের ব্যাপারের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষণা করেন। পরবর্তীতে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজ ও বাকৃবিয়ানদের বিভিন্ন স্মৃতিচারণের মাধ্যমে অ্যালামনাইদের মিলনমেলা শেষ হয়।
বিডি প্রতিদিন/জামশেদ