পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন এ তরুণ ক্রিকেটার। চোট এতটা গুরুতর যে সিরিজের দুই টেস্টেই মাঠে নামতে পারবেন না। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মাহমুদুলের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। তিনি বলেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল। সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’ মাহমুদুলের জায়গায় কে খেলবেন তা আজ জানা যাবে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের প্রথমটি খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুলের। তিনি ডান হাতি ব্যাটার। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রান করেন। কুঁচকির চোটে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি।
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে রাওয়ালপিন্ডিতে।
এদিকে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’র দুটি চার দিনের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পান মুশফিকুর রহিম। আশা করা যাচ্ছে প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।