চার দিনের ম্যাচে ফিল্ডিংয়ে কুঁচকিতে টান পড়ে মাহামুদুল হাসান জয়ের। দারুণ ছন্দে থাকা জয় মিস করবেন পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট। এদিকে চার দিনের ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ইনিংসে ১৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি সাবেক অধিনায়ক। ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে খেলতে চান সাবেক অধিনায়ক মুশফিক, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’ স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’। যদিও ম্যাচটির খেলা হয়েছে মাত্র ১৭৩.২ ওভার। তৃতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে। ড্র হলেও শঙ্কায় ছিলেন এনামুল হক বিজয়ের ‘এ’ দল। ম্যাচটি নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। আসলে ম্যাচের জন্য এটি আদর্শ নয়।
এই মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংস আমাদের পক্ষে ছিল না।’