বাংলাদেশের ২৪ বছরে টেস্ট ইতিহাসে সেরা প্রাপ্তি নিঃসন্দেহে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। অথচ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতবে তা কেউ ভাবতেই পারেনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। এমন বিপর্যয়ের মাঝেও লিটন ও মিরাজের বিশ্বরেকর্ড গড়া জুটিতে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে লাল-সবুজের বিজয়ের পতাকা ওড়ান নাজমুলরা। পাকিস্তানের মতো শক্তিশালী দেশকে হোয়াইটওয়াশ করায় উৎসবে ভাসছে দেশ।
এমন ঐতিহাসিক জয়ে দারুণ খুশি প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস। এক মাস হয়নি স্বৈরাচার সরকার পতনের পর তিনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এরই মধ্যে ক্রিকেটে বিরল এ সাফল্য এলো। ম্যাচ শেষের পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মাঠে দাঁড়িয়েই অধিনায়ক কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নাজমুল জানান, ‘মুঠোফোনে স্যার আমাদের পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।’
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘জুলাইয়ে বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ কিংবা ফুটবলে অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জেতা-সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।’