আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে প্রোটিয়া মেয়েরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১১৯ রান করে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে স্টেফানি টেইলর ৪৪ রান করে বিপদ অনেকটাই কাটিয়ে দেন। অবশ্য বাকিদের কেউ বড় স্কোর করতে পারেননি। শিমেইন ক্যাম্পবেল ১৭, জাইদা জেমস ১৫* ও দিয়ান্দ্রা ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন ননকুলুলেকু এমলাবা। তিনি ৪ ওভারে ২৯ রান দেন। এ ছাড়া ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ম্যারিজান ক্যাপ। জবাব দিতে নেমে ক্যারিবীয় বোলারদের কোনো সুযোগই দেননি প্রোটিয়া ব্যাটার লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস। লরা ৫৫ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। তাজমিন ৫২ বলে ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার। দারুণ এ জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা করল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতবার বিশ্বকাপে তারা রানার্সআপ হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে দুই পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে বাংলাদেশের মেয়েরা।