ফুটবল বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল করেছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ১৩ গোল করেন মাত্র ৬ ম্যাচ খেলে। ৬৬ বছর ধরেই রেকর্ডটা অক্ষত। ফন্টেইন হাঙ্গেরির স্যান্ডর কোকসিসের রেকর্ডটা নিজের করে নেন। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে স্যান্ডর ১১টি গোল করেন ৫ ম্যাচ খেলে।