শুরু স্কটল্যান্ডকে হারিয়ে। এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টি-২০ নারী বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। গতকাল গ্রুপের শেষ ম্যাচে ৭ উইকেটে হার মানেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট পড়লেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। ১০৬ রানে থেমে যায় তাদের ইনিংস। সোবাহানা মোস্তারি বোল্ড হয়ে ফেরার আগে ৪৩ বলে ৩৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। অধিনায়ক জ্যোতি ৩৮ বলে অপরাজিত ৩২ রান করেন। সাথী তোলেন ১৯ রান।
দক্ষিণ আফ্রিকার ক্যাপ ১০ রানে ১ উইকেট পান। পরে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ব্রিটস সর্বোচ্চ ৪২ ও বশ ২৫ রান করেন। বাংলাদেশের ফাহিমা ১৯ রানে ২ উইকেট পান।