অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ২১-২৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাক ও লাল বলের খেলাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর কথা ৩৭ বছর বয়সি বিশ্বসেরা অলরাউন্ডারের। ৯ বছর পর দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখছে দক্ষিণ আফ্রিকা। দেশটি সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে। সেবার দুটি টেস্টের একটিও হতে পারেনি বৃষ্টিতে। দুই টেস্টই ড্র হয়েছিল। দলটি এর আগে ২০০৩ সালে প্রথমবার এবং ২০০৭-০৮ সালে দ্বিতীয়বার সফর করেছিল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়ারা এবারের সফরের দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর। এ টেস্ট সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কোচিং মিশন শুরু করছেন অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স। তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে চন্ডিকা হাথুরাসিংহের জায়গায়। হাথুরাসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে প্রোটিয়ারা পূর্ণ শক্তির দল নিয়ে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় পা রাখছে। ইনজুরির জন্য মিরপুরে প্রথম টেস্ট খেলবেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। চট্টগ্রামে খেলবেন বাভুমা। দুই দেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ খেলেছে ৭টি। ছয় সিরিজেই হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। দুই দেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০২২ সালে। ডারবানে ২২০ রানে এবং কাবরেরাতে হেরেছিল ৩৩৪ রানে। ২০০৩ সালে চট্টগ্রামে ইনিংস ও ৬০ রানে এবং ঢাকায় ইনিংস ও ১৮ রানে হেরেছিল টাইগাররা।
২০০৮ সালে মিরপুরে ৫ উইকেটে এবং চট্টগ্রামে ইনিংস ও ২০৮ রানে হেরেছিল বাংলাদেশ। ২০১৫ সালে দুটি টেস্টই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চট্টগ্রামে প্রথম টেস্টের শেষ দুই দিন বৃষ্টিতে মাঠেই গড়ায়নি। মিরপুরে শুধু খেলা হয়েছিল প্রথম দিন। শেষ চার দিন খেলা হয়নি। দুই দেশ ১৪ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ১২ বার জিতেছে প্রোটিয়ারা। ৮টিই টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। ৩টি রানে এবং একটি উইকেটে।