গত মাসে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দেওয়া কামিন্দু মেন্ডিস সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়েছেন তিনি।
সোমবার নিজেদের ওয়েবসাইটে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও সতীর্থ প্রবাথ জয়াসুরিয়াকে পেছনে ফেলেছেন কামিন্দু। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাসসেরা নির্বাচিত হন কামিন্দু।
গত মাসে লঙ্কান এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। ঘরের মাঠে প্রথম টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে খেলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষেও ফর্মে ছিলেন তিনি। শ্রীলঙ্কার ঐতিহাসিক জয়ে খেলেন ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
সবমিলিয়ে সেপ্টেম্বরে চার টেস্টে কামিন্দু ৯০.২০ গড়ে করেন ৪৫১ রান। একইসঙ্গে গড়েন বেশ কয়েকটি রেকর্ডও। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে প্রথম আট টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার মাইলফলক গড়েন তিনি। এ ছাড়া ৭৫ বছরের মধ্যে দ্রুততম এক হাজার টেস্ট রানের রেকর্ডও আসে তার ব্যাট থেকে।
অপরদিকে, মেয়েদের মাসসেরা নির্বাচিত হয়েছেয় ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট। তিনি পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের আইমি ম্যাগুইয়ার ও আরব আমিরাতের ইশা ওজাকে।
বিডি প্রতিদিন/এমআই