ফুটবল লিগে এক দলে বিদেশি খেলছেন। আরেক দলে বিদেশি শূন্য। মোহামেডান-আবাহনীর এ রকম ম্যাচ কখনো হয়েছে কি? পেশাদার লিগে তো প্রশ্নই ওঠে না। ১৭ বছরে ১৫টি আসরে দুই দল ৩০ ম্যাচে বিদেশি ফুটবলারদের নিয়ে খেলেছেন।
তার আগে কী ঘটেছিল? ১৯৭৩ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে দুই দল প্রথম মুখোমুখি হয়। ১৯৭৭ সালের লড়াইয়ে প্রথম বিদেশি ফুটবলারদের দেখা মিলে। আবাহনীতে খেলেছিলেন শ্রীলঙ্কার মাহিন্দর পালা ও গোলরক্ষক লাওন পিরিচ। মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানের কালা গফুর। মাহিন্দর পালার গোলেই গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী জিতেছিল।
১৯৮০ সালে প্রথমবার লিগে এক দলই বিদেশি নিয়ে মাঠে নামে। মোহামেডান সুপার লিগে উড়িয়ে আনে ভুটানের খরঙ্গ বাসনাতকে। যদিও পুরো সময় মাঠে ছিলেন না। তারপরও তো আবাহনীর বিপক্ষে কিছুক্ষণের জন্য হলেও খেলেছিলেন। ১৯৮২ সালের লিগে আবাহনীই শুধু বিদেশি নিয়ে খেলেছিল। লঙ্কান ডিফেন্ডার পাকির আলী আবাহনীতে খেললেও মোহামেডানে ছিলেন শুধু স্থানীয়রা। ১৯৮৩ সালেও একই ঘটনা। এরপর দুই দলই বিদেশি নিয়ে খেলে গেছে। তবে আজ পেশাদার লিগ ইতিহাসে ঘটবে অন্যরকম ঘটনা। কুমিল্লা শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় লিগের প্রথম লেগে মুখোমুখি হবে দু’দল।
লিগ ইতিহাসে দুই দলের এটি ৯২তম লড়াই। কিন্তু পেশাদার লিগে এই প্রথম আবাহনী স্থানীয়দের নিয়ে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে। আবাহনীতে বিদেশিশূন্য থাকলেও মোহামেডানে খেলবেন চারজন। ৪১ বছর পর একদল বিদেশি নিয়ে আরেক দল সাজানো হবে স্থানীয়দের নিয়ে। কী ঘটবে আজকের ম্যাচে। মোহামেডান না আবাহনী বিজয়ের হাসি হাসবে? ধীরেন্দ্রনাথ আবার দুই দলের হোম ভেন্যু। আজ আবাহনীকে আথিয়তা দেবে মোহামেডান।
অনেক দিন পর দুই দলে থাকছেন দেশি কোচ। মোহামেডানে আলফাজ আহমেদ ও আবাহনীর প্রশিক্ষক মারুফুল হক। লিগের দুই ম্যাচে মোহামেডান ও আবাহনী পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে আগের ম্যাচ বসুন্ধরা কিংসকে হারিয়েছে সাদা-কালো শিবির। আজ জিতলে বাড়তি অনুপ্রেরণা পাবে। গত লিগে প্রথমটি ড্র, দ্বিতীয় লেগে জিতেছিল মোহামেডান। দেখা যাক আজ কী হয়?
বিডি-প্রতিদিন/বাজিত