বলিউড সুপারস্টার হৃতিক রোশন যখন ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে, ঠিক তখন তার প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ফোর’ নিয়েও উড়ছে আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে- এই কিস্তিতে একই সঙ্গে ত্রিপল রোলে দেখা যাবে হৃতিককে, আর পুরো গল্প এগোবে ভিন্ন ভিন্ন টাইমলাইনের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, ‘কৃষ ফোর’-এ হৃতিকই প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসছেন। টাইম ট্রাভেল, পারিবারিক আবেগ এবং সম্পর্ক- তিনটি উপাদান মিলিয়ে ছবিটি সাজানো হচ্ছে। ২০০ কোটি টাকা বাজেটের ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা ২০২৬ সালের প্রথম দিকে।
খবর অনুযায়ী, এই কিস্তিতে প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরতে পারেন। আলোচনায় আছেন প্রীতি জিনতা ও বর্ষীয়ান অভিনেত্রী রেখাও। কাস্ট চূড়ান্ত হলে ‘কৃষ’ ইউনিভার্সে একসঙ্গে এত তারকা আগে দেখা যায়নি।
অনুসন্ধানী অবতারে ছবিতে একই সঙ্গে তিনটি সময়পর্বে দেখা যাবে কৃষকে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ- তিন দিক থেকেই গড়ে তোলা হবে গল্প, যাতে থাকবে টাইম ট্রাভেলের রোমাঞ্চ। খবর আরও বলছে, ‘কোই মিল গয়া’ মুক্তির ২৩ বছর পর ভক্তদের প্রিয় এলিয়েন ‘জাদু’র পুনরাবির্ভাব ঘটতে পারে এই কিস্তিতে।
চিত্রনাট্যের মান উন্নয়নে হৃতিক ঘনিষ্ঠভাবে কাজ করছেন লিখকদের সঙ্গে, পাশাপাশি সহযোগিতা করছেন আদিত্য চোপড়া।
বিশেষজ্ঞদের ধারণা, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘ওয়ার টু’ দিয়ে ২০২৫ কাঁপাবেন হৃতিক; আর ২০২৬‑এ ‘কৃষ ফোর’ তার সুপারহিরো দাপটে বক্স অফিসে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলিউডকে।
বিডি প্রতিদিন/আশিক