শিরোনাম
রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি

সংশোধিত এই সময়সূচি অনুসারে আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই

চাকরির খোঁজ ডেস্ক

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত এই সময়সূচি অনুসারে আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, চলবে ৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

৬ জুন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী এ পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন। প্রিলিতে পাস করেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)।

সর্বশেষ খবর