২৭ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৫

ফ্লাডলাইটের আলোয় বিপিএলের দুপুরের ম্যাচ!

অনলাইন ডেস্ক

ফ্লাডলাইটের আলোয় বিপিএলের দুপুরের ম্যাচ!

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ চার নিশ্চিত করতে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। আজ ঢাকা প্লাটুনকে হারালেই শেষ চারে নিশ্চিত করবে তারা। 

অন্যদিকে পয়েন্ট চেবিলে তিন নম্বর অবস্থান করছে ঢাকা প্লাটুন। এদিকে, শুক্রবার জুমার কারণে বেলা ২টায় খেলা শুরু হয়েছে। কিন্তু সকাল থেকেই শেরেবাংলা স্টেডিয়ামের চার পাশ একদম ঘন কুয়াশা ও মেঘে ঢাকা। অনেকটাই অন্ধকার। আলো স্বাভাবিকের চেয়ে বেশ কম। 

এমন অবস্থা দুপুর দেড়টায় টসের পরপরই জ্বলে উঠেছে শেরেবাংলার সব কটা ফ্লাডলাইট টাওয়ার। স্বাভাবিকভাবেই দুপুরের ম্যাচও রূপান্তরিত হয়েছে দিবা-রাত্রির ম্যাচে। 

শেষ চার নিশ্চিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে ঢাকা প্লাটুন। সর্বোচ্চ রান এসেছে মমিনুল হকের ব্যাট থেকে। নুরুল হাসানের বল ওয়াল্টনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ বলে ৩২ রান করেন তিনি।

এছাড়াও তামিম ২১ ও আনামুল হক ১৪ রান করেছেন। ওহাব রিয়াজ ২৩ রান করে আউট হয়েছেন। তিন চার মেরে মাশরাফি বিন মুর্তজা ১৭ রানে অপরাজিত ছিলেন। মুক্তার আলী ও রায়ান পনসনবি দুটি করে উইকেট নিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর