ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর সময়ের মধ্যে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।’
একাডেমিক অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৮টি ইউনিটে মোট ২২টি আসন ফাঁকা আছে। এর মধ্যে ‘বি’ ইউনিটে ১টি, 'সি' ইউনিটে ২টি, ‘ডি’ ইউনিটে ৪টি, ‘ই’ ইউনিটে একটি, ‘এফ’ ইউনিটে ২টি এবং ‘জি’ ইউনিটে ১২টি আসন ফাঁকা আছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd এর মাধ্যমে জানা যাবে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব