৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৮

জাবিতে ১১ দিনব্যাপী নাট্য উৎসব শুরু শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে ১১ দিনব্যাপী নাট্য উৎসব শুরু শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ১১ দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’। “দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান” এই শ্লোগানে সংগঠনটির তিন যুগ পূর্তি উপলক্ষে আগামী ০৬ ফেব্রুয়ারি শনিবার থেকে এ উৎসব শুরু হবে।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উৎসবের উদ্বোধনী দিন ৬ ফেব্রুয়ারি শনিবার থাকছে র‌্যালী এবং বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘রতি আরতির গীত’। দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি রয়েছে আগন্তুক রেপার্টরি প্রযোজিত নাটক ‘অন্ধকারে মিথেন’। পরদিন ০৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের  প্রযোজনায় নাটক ‘ট্রেন টু পাকিস্তান’। উৎসবের চতুর্থ দিন ০৯ ফেব্রুয়ারি থাকছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশান এর প্রযোজনায় মাইমোড্রামা ‘লাইট ভার্সেস ডার্কনেস’। ১০ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘কিত্তনখোলা’। ১১ ফেব্রুয়ারি থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘মুল্লুক’।

এছাড়া, উৎসবের সপ্তম দিন ১২ ফেব্রুয়ারি থাকছে পুনর্মিলনী এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘সম্রাট জোন্স। ১৩ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক ‘পঞ্চ নারী আখ্যান’। ১৪ ফেব্রুয়ারি থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের  প্রযোজনায় ‘মধ্যরাতের গান ও কবিতা’। ১৫ ফেব্রুয়ারি রয়েছে দক্ষিণ জামশা গ্রাম বাংলা নাট্য সংস্থা প্রযোজিত যাত্রাপালা ‘কলঙ্কীনি বধু’। উৎসবের এগারতম ও শেষ দিন ১৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ উৎসব পালিত হবে। এছাড়া এবারের উৎসবে শিক্ষা ব্যক্তিত্ব হিসাবে রাশেদা কে চৌধুরী এবং নাট্য ব্যক্তিত্ব হিসাবে আলী যাকেরকে জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর