৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে শীতকালীন হরেক রকমের পিঠা তৈরি করা হয়।
 
বিভাগ সূত্রে জানা যায়, শীতকাল উপলক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমন্নয়ে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এ উৎসবের আয়োজনে ভাপা পিঠা, চিতই পিঠা ও দুধ চিতইসহ আরও কয়েক রকম পিঠা তৈরি করা হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. আবু সিনা।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেলীনা নাসরীন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. অরবিন্দ সাহা, ড. জাকির হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর