৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০৬

চবিতে স্পেশাল পরীক্ষা দিতে না দেয়ায় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চবিতে স্পেশাল পরীক্ষা দিতে না দেয়ায় ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের স্পেশাল পরীক্ষা দিতে না দেয়ায় বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চবির পদার্থ বিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে।

চবি সূত্রে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় বেশ কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়। পরে তারা বিভাগের চেয়ারম্যনের কাছে স্পেশাল পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু নিয়ম না থাকায় স্পেশালের জন্য অনুমোদন দেয়া হয়নি।  

বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায় বলেন, তারা তৃতীয় বর্ষে উত্তীর্ণ হতে স্পেশাল পরীক্ষা দিতে চেয়েছিল। কিন্তু নিয়ম না থাকাতে অনুমোদন না দিলে দুপুরে অকৃতাকার্য কিছু শিক্ষার্থী ডিপার্টমেন্টের কয়েকটি কক্ষ ভাঙচুর করে চলে যায়।  

বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর