৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৪

ক্যান্সারের কাছে হার মানলো স্বপ্না

জাবি প্রতিনিধি

ক্যান্সারের কাছে হার মানলো স্বপ্না

স্বপ্নার আগের ও বর্তমান ছবি

প্রায় ৫ বছর ধরে ক্যান্সারের মত জটিল রোগে ভুগছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী রওশন আরা মুস্তাফা স্বপ্না (৪৫)। প্রথমে ব্রেস্ট ক্যান্সার ও পরে লিভার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। দীর্ঘ সময়ের এই লড়াইয়ে অবশেষে হার মানলেন স্বপ্না। সকল স্বপ্নকে মুছে দিয়ে সকলকে কাঁদিয়ে তিনি গতকাল দিবাগত রাত তিনটায় উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুম্মা উত্তরার ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাকে দাফন করা হয়।

স্বপ্না বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৩ তম ব্যাচের ছাত্রী ছিলেন। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী স্বপ্নার বেঁচে থাকার অাকুতিতে সাড়া দিয়েছিলেন সমাজের বিত্তবানরা। স্বপ্নাকে বাঁচাতে পাশে দাড়িয়েছিলেন তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা। বার দুয়েক সিংঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে তাতে তেমন ভালো ফল পাননি তিনি। অবশেষে হার মানলেন মরণব্যাধী ক্যান্সারের কাছে। তার মৃত্যুতে শোকাহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।


বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর