ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে বিপুল ও ওবায়দুল নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির ও ছাত্রলীগ নেতা অনিকের পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওই দু’ছাত্রলীগ কর্মী আহত হন। তাদের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন