শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের সেমিনার, আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রনপত্রে এবং ব্যানারে দুটি ভিন্ন রংয়ের লোগো ব্যবহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপনের জন্য ৩১ সদস্যের একটি কমিটি করা হয়েছে যার সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ। তিনি সভাপতির সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ