দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে তারা।
ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সফলতা বিষয়ে শ্লোগান দেন।
এসময় ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান, আবুল খায়ের, যুগ্ম সম্পাদক জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, মোঃ রেজোয়ান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, আসাদ, নোমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, প্রকাশনা সম্পাদক মশিউর রহমান পলাশ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সাদ্দাম হল সভাপতি মেহেদি হাসান নাঈম, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ সুমন, শামিম হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম