নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি’তে) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় হল রুমে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নব নির্মিত ৫তলার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এতে বক্তব্য রাখেন, রেজিষ্ট্রার মমিনুল হক, উপ-উপাচার্য ড. আবুল হোসেন, ডীন ড. হুমায়ুন কবির, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমী
আলোচনা পরে অনুষ্ঠানের শেষ পর্বে নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।