জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবের।
আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান উৎসব। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. আবু সাঈদ।
উৎসবে থাকছে বিজ্ঞান কুইজ, প্রোজেক্ট শো, বিজ্ঞান ভিত্তিক পোস্টার উপস্থাপন। বিজ্ঞান কুইজ ও প্রোজেক্ট শোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও বিজ্ঞান ভিত্তিক পোস্টার উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইতোমধ্যেই ১৫টি স্কুল, ১০টি কলেজ এবং ৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
উৎসবে অংশগ্রহণে আগ্রহীদেরকে রেজিস্ট্রেশনের জন্য সায়েন্স ক্লাবের ওয়েবসাইটে www.juscbd.com যোগাযোগ করতে বলা হয়েছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অফিস সম্পাদ মোস্তফা বিন বশির ও সদস্য তারেক আজিজ শ্রাবণ।