সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের নির্বাচন-২০১৭ তে আওয়ামী পন্থীদের ভরাডুবি হয়েছে। মোট ১১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক-সহ ৬টি পদেই জয়লাভ করেছে বিএনপি-জামায়াতপন্থীরা। আর আওয়ামী পন্থী হিসেবে পরিচিত 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ'র প্যানেল জয়লাভ করেছে মাত্র ৫টি পদে। আজ বৃহস্পতিবার দিনব্যাপি ভোটগ্রহণের পর রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মাহবুব হোসেন।
এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ মুর্শেদ আহমেদ, সহ-সভাপতি পদে মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক পদে আহমদ মাহবুব ফেরদৌসী এবং সদস্য পদে সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মো. জয়নাল ইসলাম চৌধুরী, মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন।
এদিকে আওয়ামী পন্থী প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইদুর রহমান ভূঞা, কোষাধ্যক্ষ পদে সেবিকা সুলতানা, সদস্য পদে আ.ন.ম জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান ও মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার