ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগে একযোগে ক্লাস শুরু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস মুখরিত হয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগ পৃথক পৃথক ভাবে ক্লাস শুরু করেছে। ক্লাস শুরুর প্রথম দিনে বাংলা, ইংরেজী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, গনিত, আইন ও মুসলিম বিধান বিভাগসহ সকল বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।