ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা ১২টার দিকে টিএসসিতে ফোকলোর স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে এ প্রচারণা চালানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুর সঞ্চালনায় মাদকবিরোধী অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, অর্থ সম্পাদক হাসান ইমাম, ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ সুমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, সাদ্দাম হোসেন হল সভাপতি মেহেদী হাসান নাঈম, ফলিত বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক ফাহাদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ইবি ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আর এই ভিশন বাস্তবায়নে মাদক ও জঙ্গীবাদ যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সে বিষয়ে ছাত্রলীগ কর্মীদের সচেতন থাকতে হবে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা