জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বিকাল ৪ টায় এ ফল প্রকাশ করা হয়।
সারা দেশের ১৭৮৩ টি কলেজের মোট ৬৮৪টি কেন্দ্রে ২ লাখ ৯৯ হাজার ৪৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ লাখ ১২ হাজার ৬শ' ৬০ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় পাশের হার ৮৯.০২%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে। এছাড়া যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে।
প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য এ বছরের ১লা মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল