ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ব্যারিস্টার মো. আবু সাঈদ এবং চার্টার্ড সাইকোলজিস্ট ড. জহিরুন্নেসা সাঈদ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম ও অধ্যাপক মেহজাবীন হক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং সাইকোলজি বিষয়ক শিক্ষার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা এক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম