Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১৩

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এনসিবিই সম্মেলনে ১৭ গবেষণাপত্র উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এনসিবিই সম্মেলনে ১৭ গবেষণাপত্র উপস্থাপন

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এন্ড ইকোনমিকস (এনসিবিই)’ সম্মেলনে ১৭টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন গবেষকরা।

বৃহস্পতিবার শেষ হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর প্রথম দিন ৮টি এবং শেষ দিন ৯টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকরা। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকস’র উদ্যোগে ক্যাম্পাসে অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘কপিং ইমার্জিং বিজনেস চ্যালেঞ্জ’ বিষয়কে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে চিফ পেট্রোন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন, কনফারেন্স চেয়ার ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম।

গবেষণাধর্মী এ সম্মেলনের প্রথম দিন, বুধবার আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, সহকারি অধ্যাপক ড. মো. মিজানুর রজসার।

সম্মেলনে শেষ দিনে, বৃহস্পতিবার আলোচক ছিলেন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. সাদিকুন্নবী চৌধুরী।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার জিয়াউর রহমানের সমন্বয়ে সমাপ্তি অধিবেশনে সম্মেলনের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. জামাল উদ্দিন বলেন, এ সম্মেলন গবেষকদের আগামী গবেষণা কাজে অনুপ্রেরণা জোগাবে।

সম্মেলনের শেষে অংশগ্রহণকারী সকল গবেষকদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/ সালাহউদ্দীন

আপনার মন্তব্য