Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ২১ অক্টোবর

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ২১ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী আগামী ২১ অক্টোবর উদযাপন করা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় উপাচার্য বলেন, দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি স্বতন্ত্র বৈশিষ্টমণ্ডিত। সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সমস্যার চেয়ে এর অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা, সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি।

তিনি বলেন, এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চেীধুরী, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনসহ অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, ড. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনাররা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বক্তব্য রাখেন।

এতে মোট ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন। সিনেটে বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধির কিছু ধারায় সংশোধনী প্রস্তাবও অনুমোদিত হয়।

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য