জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের চেয়্যারম্যানের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। রবিবার উপাচার্যের দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়্যারমান ড. মো. আব্দুল হালিম প্রামানিক (সম্রাট) গত বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে নাট্যকলা বিভাগের এক ছাত্রীকে তার ব্যক্তিগত মুঠোফোনে ক্লাসের জন্য বিভাগে আসতে বলেন। ছাত্রীটি সন্ধ্যার দিকে বিভাগে আসলে বিভাগীয় চেয়্যারম্যান সম্রাট ছাত্রীটিকে বিভিন্ন একাডেমিক পরামর্শ দিয়ে বিভাগের শ্রেণীকক্ষে বসতে বলেন। শ্রেণীকক্ষে সম্রাট ছাত্রীকে যৌন হয়রানি করে তাকে কু-প্রস্তাব দেন। এ সময় ছাত্রীটি তাকে ধাক্কা মেরে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে সম্রাট ছাত্রীটিকে তার রুমে নিয়ে ঘটনার কথা অন্য কাউকে না বলার জন্য অনুরোধ করেন। এবং তাকে উপস্থিতি কম থাকার অভিযোগে পরীক্ষা দেয়ার অনুমতি চেয়ে মিথ্যা একটি আবেদন পত্র দিতে বলেন।
এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত শিক্ষক ড. মো আব্দুল হালিম প্রামানিকের (সম্রাট) মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়্যারম্যান ড. হেলেনা ফেরদৌসীকে প্রধান করে নারী নির্যাতন বিষয়ক গঠিত তদন্ত কমিটিকে তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব