Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৫৯
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। 

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের ডিন, সরকারের অবসরপ্রাপ্ত প্রধান স্থপতি আবদুস ছালাম, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দফতর প্রধান, কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীরা। 

মঙ্গলবার সকাল ৯টায় উপাচার্যের নেতৃত্বে স্থায়ী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। 

উপাচার্যের পর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ বিশ্ববিদ্যালয় শাখা, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ২০টি বিভাগ, ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য বাংলা ও ইংরেজী বিভাগ কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করেন। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। 
 
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা


আপনার মন্তব্য